Logo Logo

খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় গাজীপুর মহানগর ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল


Splash Image

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় আজ শনিবার (৩ জানুয়ারি) বিএনপির পার্টি অফিসে গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে অতিথি ও নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দোয়া মাহফিলে তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি মোঃ রোহানুজ্জামান শুক্কুর এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ খান, দপ্তর সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেল।

আরও উপস্থিত ছিলেন সৈয়দ সাকিব বিন ফয়েজ প্রিতম, আশিকুর হক সবুজ, রাকিব উদ্দিন রাকিব, সোহানুর রহমান রুবেল, সাবেক সহ দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান আকাশসহ গাজীপুর মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে গাজীপুর মহানগরের ৯টি থানা ও ১৪টি কলেজ ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল শেষে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। তাঁর আদর্শ ও সংগ্রাম ছাত্রসমাজকে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...