Logo Logo

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ থেকে মোখলেছুর রহমান খানের পদত্যাগ


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠনের পদ এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় ও স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. মোখলেছুর রহমান খান। তিনি পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও নির্মাণ শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


বিজ্ঞাপন


শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকদের সামনে এক লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেন।

লিখিত বক্তব্যে মো. মোখলেছুর রহমান খান জানান, দেশের প্রচলিত আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো স্তরের কমিটির সঙ্গে তার কোনো প্রকার সম্পর্ক নেই।

তিনি আরও উল্লেখ করেন, "আজ থেকে আমার পূর্ববর্তী সকল দলীয় পদ, দায়িত্ব ও রাজনৈতিক সম্পৃক্ততা থেকে আমি স্বেচ্ছায় ও স্থায়ীভাবে পদত্যাগ করলাম। ভবিষ্যতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো পরিকল্পনা আমার নেই।"

রাজনীতি থেকে বিদায় নিয়ে নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, বর্তমানে তিনি একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে নিজের পেশাগত ও নিয়মিত কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন। এ সময় তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের লক্ষ্যে টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, মো. মোখলেছুর রহমান খান টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মরহুম মোস্তাফিজুর রহমান খানের পুত্র।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...