Logo Logo

নালিতাবাড়ীতে প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটি গঠন


Splash Image

অভিজিৎ সাহাকে সভাপতি ও সারোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক করে শেরপুরের নালিতাবাড়ীতে প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২ জানুয়ারি শুক্রবার প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তন কক্ষে আগামী এক বছরের জন্য ২৫ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি আইনজীবী ইয়াসমিন আক্তার।


বিজ্ঞাপন


কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জয় সাহা ও আনিসুজ্জামান বাপ্পি, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক ও অমা রানী দেবসেন, সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক লিটন দাস, দপ্তর সম্পাদক শাহিন আলম, অর্থ সম্পাদক সুজন চন্দ্র শীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানিম আহম্মেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আমানুল্লাহ আসিফ, জেন্ডার-সমতা বিষয়ক সম্পাদক সাবরিনা, প্রশিক্ষণ সম্পাদক মানিক সাহা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক লাবনী আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জনি হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নাদিয়া, তথ্য ও যোগাযোগ সম্পাদক মেহেদী হোসেন তুহীন, ম্যাগাজিন সম্পাদক আমিনুল ইসলাম, বইমেলা সম্পাদক নাঈম হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক চৈতী রানী দেবসেন, সাংস্কৃতিক সম্পাদক শান্ত মিয়া এবং কার্যনির্বাহী সদস্য আইনজীবী ইয়াসমিন আক্তার, শাহাদৎ হোসেন খোকন, নিতাই, সানি ইসলাম রয়েছেন।

কমিটির নবাগত সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করবো। আগামী দিনে আমাদের হাত ধরেই বন্ধুসভা নালিতাবাড়ীতে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...