Logo Logo

জামিন পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী


Splash Image

হবিগঞ্জে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান আদালত থেকে জামিন পেয়েছেন। আজ রোববার (৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।


বিজ্ঞাপন


এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মাহদী হাসানকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিজ্ঞ বিচারক তার জামিন আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাহদীর আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন শাখার সহ-সভাপতি এনামুল হাসানকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন।

পুলিশের অভিযোগ, ওই সময় মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে অবস্থান নেন এবং সরকারি কাজে বাধা প্রদান করেন। এরই প্রেক্ষিতে শনিবার (৩ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে মাহদী হাসানকে আটক করে পুলিশ। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়।

মাহদী হাসানকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শনিবার রাত থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান। তবে রাতে শুনানি সম্ভব না হওয়ায় আজ সকালে তাকে আদালতে তোলা হয়।

এদিকে, আজ সকাল থেকেই আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে মাহদীর মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত এলাকায় পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরবর্তীতে জামিন মঞ্জুরের খবর এলে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং তারা এলাকা ত্যাগ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...