বিজ্ঞাপন
রোববার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ব্যস্ততম ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন সময়ে সড়কে চলাচলকারী বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ট্রাফিক আইন লঙ্ঘন করায়, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন না থাকা এবং মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার না করার অপরাধে ৪টি যানবাহনকে মোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে র্যাব-৬ এর ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের ইনচার্জ আতাউর রহমান, ট্রাফিক সার্জেন্ট সাইফুল ইসলাম, কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। অস্থিতিশীল পরিস্থিতি রোধে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এ ধরনের যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...