Logo Logo

ফেনীতে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


Splash Image

ফেনী শহরের একাডেমি রোড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ একরামুল হক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বিজ্ঞাপন


রবিবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়াম সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আটককৃত একরামুল হক ফেনী শহরের শিবলী সড়কের সামছুল হক মজুমদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি দল একাডেমি রোডের স্টেডিয়ামের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি গাড়ি তল্লাশি করার প্রস্তুতিকালে একরামুল হক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধাওয়া করে তাকে আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, ফেনীকে মাদকভুক্ত করতে জেলাব্যাপী কঠোর নজরদারি চালানো হচ্ছে। তিনি বলেন, “মাদক নিয়ন্ত্রণে জেলাব্যাপী নিয়মিত প্রচার-প্রচারণা ও জনসচেতনতায় মাইকিং করা হচ্ছে। এর পাশাপাশি মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...