Logo Logo

ফেনীতে জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


Splash Image

ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে গত শনিবার (৩ জানুয়ারি) বিকেলে শহরের রাজাঝির দিঘির পশ্চিম পাড়ে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহযোগিতায় ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক নারী ও পুরুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর প্রতিষ্ঠাতা ও সভাপতি সিদ্দিক আল মামুন এবং ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাভিশনের প্রতিনিধি রফিকুল ইসলাম।

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহসভাপতি মো. ওমর ফারুক, কোষাধ্যক্ষ জসিম ফরায়েজী, রাজনৈতিক ব্যক্তিত্ব মাইন পাটোয়ারী আইয়ুব আলী মামুন, সাংবাদিক সাইফুল ইসলাম, ইউনিয়নের সদস্য মোঃ মনির উদ্দিন, তানজিদ শুভ, এএসএম হারুন ও আব্দুল্লাহ নোমানসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের উদ্যোগকে প্রশংসা জানান এবং সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এই কর্মসূচি এলাকার দারিদ্র্যসীমায় থাকা মানুষদের জন্য একটি সহমর্মিতাপূর্ণ সহায়তার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...