Logo Logo

ভোট হবে- সভামঞ্চ ভাঙ্গা অন্যায়ের জবাব : গণসংযোগে রুমিন ফারহানা


Splash Image

ব্রাহ্মণবাড়িয়া- ২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, মাটির উপরে আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। ভয় করা আমার রক্তে নেই। একজন প্রেসিডেন্টের যেমন একটি ভোট, একজন সাধারণ মানুষেরও তেমনি একটি ভোট। ভোটের মাধ্যমেই মানুষ সব অন্যায়ের জবাব দেবে। আমার সভা মঞ্চ ভাঙ্গার জবাব হবে আপনাদের ভোট।


বিজ্ঞাপন


সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজে সভা মঞ্চ ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা।

গণসংযোগে উপস্থিত জনসাধারণের উদ্দেশে ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছেড়ে যাইনি। দল আমাকে বহিষ্কার করেছে, কিন্তু সরাইল-আশুগঞ্জের মানুষ আমার পাশে আছে। আমি একা এমপি প্রার্থী নই—সরাইল ও আশুগঞ্জের মানুষই আসল এমপি প্রার্থী।

দলীয় বহিষ্কার প্রসঙ্গে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আমার নেত্রীর জানাজা ও দাফন সম্পন্ন হতে না হতেই আমাকে দল থেকে বহিষ্কারাদেশ দেওয়া হয়। আমার সঙ্গে যদি কোনো বে-ইনসাফি বা অন্যায় হয়ে থাকে, তার বিচার আমি আল্লাহর দরবারে ছেড়ে দিলাম।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার ওপর যে লড়াইয়ের দায়িত্ব দিয়ে গেছেন, তা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করবো। জনগণের অধিকার, ভোটের মর্যাদা ও ন্যায়ের পক্ষে আমার অবস্থান অবিচল থাকবে।

এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণসংযোগে অংশ নেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতি সমর্থন ও রুমিন রুমিন বলে স্লোগানের মাধ্যমে জনসাধারণ তাদের ভালোবাসা প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...