Logo Logo

খালেদ হোসেন মাহবুব শ্যামল

‘খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল’


Splash Image

বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বেই বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। তিনি আজীবন দেশের গণমানুষ ও মাটির জন্য রাজনীতি করে গেছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে তাঁর আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করতে হবে।


বিজ্ঞাপন


সোমবার (৫ জানুয়ারি) বিকেলে জেলা শহরের পৌর মুক্তমঞ্চ (কাচারিপাড়া) মাঠে জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এবিএম মমিনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মারুফ কাসেমী।

তিনি আরও বলেন, আজ আমরা যারা বিএনপি করি,আমাদের অনেকেই একসময় তাঁর নেতৃত্বে ছাত্রদলের রাজনীতি করেছি। আশির দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেম এবং বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে বিএনপি একটি গণমানুষের রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে ওঠে।

ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, দেশের ক্রান্তিকালে বেগম খালেদা জিয়া যে সাহসী ও দৃঢ় নেতৃত্ব দিয়েছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তাঁর ভূমিকা জাতি চিরদিন স্মরণ রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির অন্য নেতারাও বলেন, বর্তমান রাজনৈতিক সংকট থেকে দেশকে মুক্ত করতে বিএনপির বিজয় অত্যন্ত জরুরি। তারা দাবি করেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তাদের ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনবে।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...