Logo Logo

সভাপতি আনোয়ার, সচিব সিরাজ

ছাগলনাইয়া উপজেলা শিক্ষক সমিতির এডহক কমিটি গঠন


Splash Image

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ছাগলনাইয়া উপজেলা শাখার নতুন এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী-কে সভাপতি এবং রাধানগর আনোয়ারা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম-কে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।


বিজ্ঞাপন


গত ৪ জানুয়ারি (রবিবার) ফেনী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— চাঁদগাজী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তাহেরা বেগম, হাবিব উল্ল্যাহ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল হক, গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মনির হোসেন, রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন মজুমদার, উত্তর কুহুমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুনির, ছাগলনাইয়া একাডেমির প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ছলেমা নজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহাদুর হোসেন, অগ্রনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র নাথ এবং ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আরা।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন— করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির আহাম্মদ, বাঁশপাড়া আইডিয়াল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুর রহমান, মধুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিদ্দিক উল্ল্যাহ খোন্দকার, হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন, বাথানিয়া দুলুমা আজিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হাই, কাশিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ কাজিম উদ্দিন, পাঠান নগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল খালেক, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাহেনা আক্তার এবং হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল হাসান ভূঁঞা।

নবগঠিত এই এডহক কমিটি দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি উপহার দেবে বলে আশা প্রকাশ করছেন সাধারণ শিক্ষকরা।

নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন পাটোয়ারী ও সদস্য সচিব সিরাজুল ইসলাম তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...