বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ‘সুপার কারাভান’ বহরের ভ্রাম্যমাণ গাড়িটি কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছায়। সেখানে ভোটারদের উদ্দেশ্যে সচেতনতামূলক কার্যক্রম শেষে বিকাল ৪টায় গোপালগঞ্জ শহরের পৌরপার্কে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান এবং ‘জুলাই যোদ্ধা’দের বীরত্বগাথা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের অংশবিশেষ সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা। এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররাও অনুষ্ঠানে অংশ নেন।
ভোটের গাড়িতে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে এবং আধুনিক সাউন্ড সিস্টেমের মাধ্যমে ভোটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য চিত্রায়িত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ১. জাতীয় সংসদ নির্বাচনের তাৎপর্য ও গুরুত্ব। ২. সঠিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগের নিয়মাবলি। ৩. ভোটকেন্দ্রে ভোটারদের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ। ৪. গোপন ব্যালটের নিরাপত্তা নিশ্চিতকরণ। ৫. অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সরকারের গৃহীত পদক্ষেপ।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সাধারণ ভোটারদের কোনো ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য যে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই দেশব্যাপী এই ভ্রাম্যমাণ প্রচারণা কার্যক্রম গত ২২ ডিসেম্বর শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি চললেও গোপালগঞ্জ জেলায় আগামীকাল পর্যন্ত এই প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...