বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে(৮ জানুয়ারি ) সন্ধ্যায় প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।
ভিডিও বার্তায় সুখন বলেন, আমি ২০০৪ সালে তৎকালীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বিএনপির রাজনীতিতে আসি। দলের বৃহত্তর স্বার্থ, সাংগঠনিক ঐক্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনে ধানের শীষের সমর্থনে সরে দাঁড়াচ্ছেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিএনপি একটি আদর্শিক ও সংগ্রামী রাজনৈতিক দল। দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ব্যক্তিগত লাভ-লোকসানের ঊর্ধ্বে উঠে দলের নির্দেশ পালন করা একজন নেতাকর্মীর নৈতিক দায়িত্ব।
এদিকে সুখনের এ ঘোষণার পর নাছিরনগর উপজেলা বিএনপির রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ ধরনের পদক্ষেপ দলের ভেতরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারবে বলে আশা করেন স্থানীয় নেতাকর্মীরা।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করায় বহিষ্কৃত হয়েছিলেন তিনি। পরে নির্বাচনে জিতে আওয়ামী লীগে যোগদান করেন। জুলাই আগস্ট পরবর্তীতে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...