Logo Logo

ধরাছোঁয়ার বাইরে জালিয়াতির মূল হোতা শিক্ষক অমিত বিশ্বাস

গোপালগঞ্জে সন্তানের বিরুদ্ধে মা'কে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে আপন জন্মদাত্রী মাকে মৃত দেখিয়ে ওয়ারিশন সনদ জালিয়াতি ও জমি লিখে নেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


কুলাঙ্গার সন্তান নির্মল মন্ডল ও তার সহযোগী স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী মা গান্ধারী মন্ডল (৭০)। বর্তমানে নিজেকে 'জীবিত' প্রমাণ করতে বৃদ্ধ বয়সে আদালতের বারান্দায় ঘুরছেন অসহায় এই নারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুনাথপুর গ্রামের মৃত নিমাই মন্ডলের স্ত্রী গান্ধারী মন্ডল বেঁচে থাকলেও তার ছেলে নির্মল মন্ডল তাকে কাগজপত্রে মৃত দেখিয়ে একটি ভুয়া ওয়ারিশন সনদ তৈরি করেন। এই জালিয়াতির মূল মাস্টারমাইন্ড হিসেবে নাম এসেছে ১৩৩ নং দীঘারকুল দক্ষিণ ঘোষগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিত বিশ্বাসের। অভিযোগ রয়েছে, এই শিক্ষকের প্রত্যক্ষ সহযোগিতায় জালিয়াতির মাধ্যমে সমস্ত জমি ও বসতভিটা নিজের নামে লিখে নেয় নির্মল এবং পরবর্তীতে তা ওই শিক্ষকের নামে দলিল করে দেওয়া হয়।

অসহায় গান্ধারী মন্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার স্বামী মারা যাওয়ার পর থেকেই শিক্ষক অমিত বিশ্বাসের নজর ছিল আমাদের ভিটেমাটির ওপর। সে আমার ছেলেকে কুপরামর্শ দিয়ে আমাকে মৃত সাজিয়ে সব জমি লিখিয়ে নিয়েছে। এখন আমাকে নিজের ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি অন্যের বাড়িতে দিন কাটাচ্ছি আর ছেলে ও শিক্ষক মিলে আমার ওপর নির্যাতন চালাচ্ছে।"

নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান, শিক্ষক অমিত বিশ্বাস এলাকায় অত্যন্ত ধুরন্ধর ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি জমিজমার কাগজপত্র জালিয়াতির কাজে পারদর্শী। এই চক্রান্তের মাধ্যমেই তিনি অসহায় পরিবারটির সহায়-সম্বল কেড়ে নিয়েছেন বলে এলাকাবাসীর ধারণা।

মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত সন্তান নির্মল মন্ডল পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জালিয়াতির মূল হোতা হিসেবে অভিযুক্ত শিক্ষক অমিত বিশ্বাস অভিযোগ অস্বীকার করে দাবি করেন, "এটি মা ও ছেলের মধ্যে জমি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে একটি ঝামেলা। নির্মল তার মাকে টাকা দিয়ে দিলেই সব মিমাংসা হয়ে যাবে।" যদিও জীবিত মাকে কীভাবে মৃত দেখানো হলো, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

নিজের অস্তিত্ব ও অধিকার ফিরে পেতে গান্ধারী মন্ডল গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে নির্মল মন্ডল ও অমিত বিশ্বাসকে আসামি করে মামলা করেছেন। জমি পুনরুদ্ধার এবং প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই ভুক্তভোগী মা।

প্রতিবেদক- কেএম সাইফুর রহমান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...