বিজ্ঞাপন
রোববার (১১ জানুয়ারি) সকালে নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আহমেদ সিয়াম বারহাট্টা উপজেলার ধলপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি আন্তঃনগর ট্রেন ‘হাওর এক্সপ্রেসে’ করে ঢাকায় যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নেত্রকোনা বড় রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাসির উদ্দীন জানান, চলন্ত ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকার সময় অসাবধানতাবশত তিনি ট্রেন থেকে পড়ে যান এবং ট্রেনের চাকার নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ময়মনসিংহ জিআরপি পুলিশের পরিদর্শক মো. আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...