বিজ্ঞাপন
শনিবার (১০ জানুয়ারি) রাতে স্থানীয়রা রাস্তার পাশে আহত অবস্থায় প্রাণীটিকে পড়ে থাকতে দেখে বন বিভাগে খবর দেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে বন বিভাগের একটি দল সেখানে গিয়ে গন্ধগোকুলটিকে উদ্ধার করে অফিসে নিয়ে আসে।
বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গন্ধগোকুলটি প্রায় তিন ফুট লম্বা ও দেড় ফুট উঁচু। দেখতে চিতাবাঘের মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির ধাক্কায় প্রাণীটি আহত হয়ে রাস্তায় পড়ে ছিল।
খবর পেয়ে রোববার সকালে বন বিভাগের তত্ত্বাবধানে গন্ধগোকুলটিকে নেত্রকোনা জেলা ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে নেত্রকোনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন এলাহী জানান, আহত অবস্থায় একটি বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হলে প্রাণীটিকে পুনরায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...