বিজ্ঞাপন
ভুক্তভোগীদের অভিযোগ, ‘চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ নামক একটি ভুঁইফোড় এনজিও খুলে স্থানীয় দরিদ্র মানুষকে ঋণের স্বপ্ন দেখাতেন মালিকপক্ষ। এই এনজিওর তিন মালিক— ইসমাইল, মির ও ফরহাদ সাধারণ মানুষকে সঞ্চয় রাখতে উদ্বুদ্ধ করেন। সঞ্চয় জমা দিলে বড় অঙ্কের ঋণ পাওয়া যাবে— এমন প্রতিশ্রুতিতে বিশ্বাস করে গোপীনাথপুর গ্রামের শত শত মানুষ তাদের কষ্টার্জিত অর্থ জমা রাখেন।
সোমবার দুপুরে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, উন্নত জীবনের আশায় এবং পরিবারের স্বচ্ছলতা ফেরাতে তারা তিল তিল করে জমানো টাকা ওই এনজিওতে জমা দিয়েছিলেন। কিন্তু ৮৫০ জন গ্রাহকের প্রায় ২ কোটি টাকা সংগ্রহের পর মালিকরা হঠাৎ অফিস বন্ধ করে লাপাত্তা হয়ে যায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন গোপীনাথপুর গ্রামের সাফি বেগম, রেসমা বেগম, মিরাজ খান, শিল্পী বেগম ও ইয়াসমিন খানসহ আরও অনেকে। বক্তব্যকালে তারা কান্নায় ভেঙে পড়েন এবং প্রশাসনের কাছে দ্রুত প্রতারক ইসমাইল, মির ও ফরহাদের গ্রেপ্তার দাবি করেন।
ভুক্তভোগী সাফি বেগম বলেন, "আমাদের ঋণের লোভ দেখিয়ে সঞ্চয় রাখতে বাধ্য করা হয়েছে। এখন আমাদের সব টাকা নিয়ে তারা পালিয়েছে। আমরা এর বিচার চাই এবং আমাদের টাকা ফেরত চাই।"
ভুক্তভোগীরা জানান, তারা বর্তমানে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তারা বলেন, দ্রুত এই চক্রটিকে আইনের আওতায় না আনলে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে।
প্রতিবেদক- এ জেড আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...