Logo Logo

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন


Splash Image

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ (২২) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সংলগ্ন নাফনদী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণে হানিফের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহত মোহাম্মদ হানিফ হোয়াইক্যংয়ের লম্বাবিল এলাকার ফজল করিমের ছেলে। তিনি স্থানীয় একটি মৎস্য প্রকল্পে শ্রমিকের কাজ করেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে নাফনদী সংলগ্ন মৎস্য প্রকল্পে কাজ করতে গেলে হঠাৎ মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা হানিফকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাইন বিস্ফোরণের খবর জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার দাবিতে মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করতে ঘটনাস্থলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু উদ্বেগ প্রকাশ করে বলেন, "আরাকান আর্মি সীমান্ত এলাকায় নিয়মিত মাইন পুঁতে রাখছে। এটি নতুন কোনো ঘটনা নয়; ইতিপূর্বেও অনেকে এভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা সীমান্তের বাসিন্দাদের জানমালের নিরাপত্তা জোরদারের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।"

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) খোকন কান্তি রুদ্র জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং স্থানীয়দের সীমান্ত এলাকায় চলাচলে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, টেকনাফ সীমান্তে গত দুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) সকালে হোয়াইক্যংয়ে মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে হুজাইফা আফনান নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া একই দিনে সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসা ৫৩ জন বিদ্রোহীকে আটক করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী।

সীমান্তবর্তী বাসিন্দারা বলছেন, ওপারে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে এপারে বাংলাদেশিরা বারবার প্রাণহানি ও অঙ্গহানির শিকার হচ্ছেন, যা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

প্রতিবেদক- মোহাম্মদ শাজাহান, কক্সবাজার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...