বিজ্ঞাপন
ঐতিহ্যবাহী বেড়তলা মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের পাশের মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় লালপুর ক্রিকেট একাদশ ও খড়িয়ালা ক্রিকেট একাদশ। নির্ধারিত ১৬ ওভারে লালপুর ক্রিকেট একাদশ ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৫৭ রান। জবাবে খড়িয়ালা ক্রিকেট একাদশ মাত্র ১৬ ওভারেই ২৬১ রান তুলে নিয়ে রোমাঞ্চকর জয় নিশ্চিত করে।
এই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন জ্যাক আরিফ। মাত্র ২৯ বলে ১০০ রান করে তিনি নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করেই খড়িয়ালা ক্রিকেট একাদশ টুর্নামেন্টের বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোঃ সাজেদুল হাসান। তিনি বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডের বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট যুবসমাজকে সুস্থ ও সৃজনশীল পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।
বেরতলা মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মোবারক হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ক্রীড়া সংগঠক, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি সেরা খেলোয়াড়, সেরা ব্যাটসম্যান ও সেরা বোলারদের আলাদা সম্মাননা প্রদান করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...