Logo Logo

ভাঙ্গায় ১৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Splash Image

ফরিদপুরের ভাঙ্গায় ১৯৫ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ছিলাদরচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আব্দুল শুক্কুর (৫০)। তিনি রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানার মসজিদ কলোনী এলাকার মৃত শাহ আলমের ছেলে।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত টহলের ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার বিকেল আনুমানিক ৪:০৫ মিনিটে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল ভাঙ্গা থানাধীন ছিলাদরচর এলাকায় অবস্থান নেয়। অভিযানে শুক্কুরকে তল্লাশি করে তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৮,৫০০ (আটান্ন হাজার পাঁচশত) টাকা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আব্দুল শুক্কুর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইয়াবাসহ নানা অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন।

র‌্যাব-১০ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক সমাজের একটি ভয়াবহ ব্যাধি যা যুবসমাজকে ধ্বংস করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে মাদকের বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...