Logo Logo

রাজারকুল ও উখিয়া রেঞ্জের যৌথ অভিযানে ডাম্পার গাড়ি জব্দ


Splash Image

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন রাজারকুল রেঞ্জে পাহাড় কাটার বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়। তবে বনবিভাগের উপস্থিতি টের পেয়ে পাহাড় খেকোরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে রাজারকুল রেঞ্জ এবং উখিয়া রেঞ্জ যৌথভাবে আপার রেজু বিটের থোয়াইংগাকাটা এলাকায় এই অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে পাহাড় কর্তন ও মাটি পাচারের খবর পেয়ে রাজারকুল ও উখিয়া রেঞ্জ বনবিভাগের একটি চৌকস দল থোয়াইংগাকাটা এলাকায় পৌঁছায়। অভিযানে উপস্থিত ছিলেন রাজারকুল রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. অভিউজ্জামান এবং উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম।

বন কর্মকর্তারা জানান, পাহাড় কাটার সময় আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে শ্রমিক ও পাহাড় খেকোরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে বনের গভীরে আত্মগোপন করে। এসময় পরিত্যক্ত অবস্থায় পাহাড় কাটার মাটি বহনের কাজে ব্যবহৃত একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়।

রাজারকুল রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. অভিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পাহাড় খেকোরা পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা না গেলেও জব্দকৃত ডাম্পারটির বিরুদ্ধে বন আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও হুঁশিয়ারি প্রদান করে বলেন, “পাহাড় ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে বনবিভাগের এই বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে। যারা পাহাড় কেটে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

পাহাড় রক্ষায় বনবিভাগের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী সচেতন মহল।

প্রতিবেদক- মোহাম্মদ শাহজাহান, কক্সবাজার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...