Logo Logo

নরসিংদী-৪ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নিন্দা


Splash Image

নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের বিরুদ্ধে অনলাইনে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে দাবি করেছে মনোহরদী উপজেলা প্রেসক্লাব।


বিজ্ঞাপন


প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার কেবল একজন ব্যক্তিকেই নয়, বরং দেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুলের গৌরবোজ্জ্বল ভূমিকা ও দীর্ঘদিনের রাজনৈতিক অবদান এলাকাবাসীর কাছে সুপরিচিত। তার সুনাম ক্ষুণ্ন করতে পরিচালিত এ অপতৎপরতা নিন্দনীয় ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

মনোহরদী উপজেলা প্রেসক্লাব এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে। পাশাপাশি গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের যেকোনো তথ্য প্রচারের আগে যথাযথভাবে যাচাই-বাছাই করার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...