Logo Logo

আশুগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে লালপুর ইউনিয়নে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

লালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি–জমিয়ত জোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন ১৮ কোটি মানুষের আশা-ভরসার নেত্রী। শত নির্যাতন ও চাপের মুখেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি এবং ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। তাঁর ত্যাগ ও নেতৃত্ব বিএনপির নেতাকর্মীদের জন্য চিরকাল অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

তিনি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে খেজুর গাছ প্রতীকের পক্ষে সর্বস্তরের মানুষকে সংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় তিনি আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনার নিরাপত্তায় মাদ্রাসার শিক্ষার্থীরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীসহ সব সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও সম্মানজনক আবাসন নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ শামিম, জেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন জাকির, আশুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন, উচালিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জহিরুল হক, জেলা জমিয়তের সভাপতি মাওলানা এহসানুল হক, আশুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আলমগীর খাঁ, মাওলানা ইউসুফ ভূইয়াসহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...