বিজ্ঞাপন
দিনাজপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
শিক্ষাক্ষেত্রে নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল উন্নয়ন, আধুনিক ও সৃজনশীল পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষার প্রসারে বিশেষ অবদানের জন্য তাকে এই গৌরবময় পদক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মো. রফিকুল ইসলামের কর্মজীবনের প্রশংসা করে বলেন, তিনি একজন অত্যন্ত দক্ষ, দায়িত্বশীল ও আদর্শ শিক্ষক। তাঁর নিপুণ পাঠদান পদ্ধতির কারণেই শিক্ষার্থীরা বিজ্ঞান বিশেষ করে বায়োলজি শিক্ষায় আগ্রহী হয়ে উঠছে এবং পাবলিক পরীক্ষাগুলোতে নিয়মিত ভালো ফলাফল অর্জন করছে। তাঁর এই অনন্য অর্জন শুধু কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার নয়, বরং পুরো জেলা ও এলাকার জন্য গর্বের বিষয়।
টানা দ্বিতীয়বারের মতো এমন সাফল্যে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। তাঁর সহকর্মীরা জানিয়েছেন, রফিকুল ইসলামের এই স্বীকৃতি আগামী দিনে অন্যান্য শিক্ষকদের আরও নিবেদিত হয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, মো. রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিজ্ঞান শিক্ষাকে সহজবোধ্য ও আনন্দময় করতে মাদ্রাসায় ল্যাবরেটরি ভিত্তিক শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...