বিজ্ঞাপন
শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সূত্রে জানা গেছে, মো. জসিম উদ্দিন দীর্ঘ দিন ধরে জাতীয় ইংরেজি দৈনিক ‘দি ফিনান্সিয়াল এক্সপ্রেস’ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করার পাশাপাশি তিনি প্রেসক্লাবের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। কিছুদিন পূর্বে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
শনিবার দুপুরে ঢাকার বনশ্রী এলাকার তাকওয়া মসজিদে বাদ জোহর তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খিলগাঁও তালতলা গোরস্তানে মরহুমের মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছালে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে আসে।
মো. জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি ও সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন, প্রেসক্লাবের সভাপতি জারেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোঃ খান বিটু ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু প্রমুখ।
মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ৩ দিনের বিশেষ শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে— কালো ব্যাজ ধারণ, ক্লাব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...