Logo Logo

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের দোয়া মাহফিল


Splash Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে গোপালগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে জেলা শ্রমিক দলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর বিসিক শিল্পনগরী সংলগ্ন মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ রিজভী আহম্মদ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রহমত সিকদার আক্কু, সদস্য মো. সজীব শেখ এবং কাজী তাছিন (তাসকিন)।

সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, "গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আজীবন উৎসর্গিত ছিলেন। তাঁর অভাব অপূরণীয়।" বক্তারা বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়নে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশব্যাপী শোকের আবহ এখনো বিরাজমান।

প্রতিবেদক- মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...