বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মুহাম্মদ আরিফ-উজ-জামান। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক (পিপিএম), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, গোপালগঞ্জ মেডিকেল কলেজের পরিচালক (অঃ দাঃ) ডাঃ নিয়াজ মোহাম্মদ এবং জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার।
সভায় কৃষি, স্বাস্থ্য ও প্রকৌশল বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এর মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিস হায়দার খান এবং সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে উল্লেখযোগ্য।
উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মিয়া, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুপ্তা হক এবং মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। এ ছাড়া এনডিসি অনিরুদ্ধ দেব রায় ও সরকারি কলেজের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।
উন্নয়ন সমন্বয় সভায় জেলা পাসপোর্ট অফিস, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেল সুপার, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিসিক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ তাদের স্ব-স্ব দপ্তরের কার্যক্রমের তথ্য তুলে ধরেন। সভায় গণমাধ্যম ও মানবাধিকারকর্মী কে এম সাইফুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জেলার প্রতিটি উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে এবং গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...