Logo Logo

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শণে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২০ জানুয়ারি) পঞ্চগড়ে সফরে এসে বিকেলে উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর-এ উপস্থিতি ও বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

বাংলাদেশের পরিবর্তন করতে হলে মাস্ট হ্যা ভোটে সিল মারতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বাংলাবান্ধা স্থলবন্দর-এ উপস্থিতি ও বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা জানি আগামীতে একটা গণভোট হচ্ছে, সেই গণভোটে বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোট যেন অতীতের মতো না হয়, সরকারও অতীতের মতো যেন না চলে, অতীতের মতো যেন কর্মকান্ড না চলে, সেগুলো থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে জনগণকে হ্যা ভোটে সিল মারতে হবে। এটা মাস্ট। আর যদি হ্যা ভোট সিল না দেই তাহলে এতোগুলো রক্তের বিনিময়ে আমাদের সামনে যে সুযোগ এসেছে আমরা সেই সুযোগ হারাবো। আমরা যদি এই ধরণের সংস্কারগুলো না করি তাহলে আগের অবস্থায় ফিরে যাবো। এটা অটোমেটিক্যালি হবে।’

স্থলবন্দর ও ইমিগ্রেশন সম্পর্কে উপদেষ্টা বলেন, সারা বাংলাদেশেই ইমিগ্রেশন দিয়ে পেসেঞ্জার যাতায়াত কমেছে। আগে বেনাপোল দিয়ে দৈনিক হাজারেরও বেশি মানুষ যাতায়াত করলেও এখন তা কমে এসেছে তিন চারশ জনে। ঘটনা হচ্ছে যে ভারত ভিসা দিচ্ছে না নানাবিধ কারণে। সেই হিসেবে আমাদের এখান থেকেও বেশি ভিসা দেয়া হচ্ছে না। এগুলো আশা করি ঠিকঠাক হয়ে যাবে। সামনে নির্বাচন হয়ে গেলে নতুন সরকারের সময়ে ডিউরেশনটা আরও ভালো হবে। বাংলাবান্ধায় বেসরকারি পোর্ট অপারেটরের মেয়াদ শেষ হলে এই বন্দর নিয়ে সরকার পরিকল্পনা করতে পারবে। চারদিকে আমাদের উপমহাদেশিয় যে রিলেশন, চীনের সাথে যে রিলেশন এটা একেক দেশে একেক রকম। যে কারণে আমরা যদি পরিকল্পনা করি এখান থেকে রাস্তা বের করে চীনে যাবো সেটা হবে না। কারণ কোন না কোন দেশের উপর দিয়ে যেতে হবে। আমি নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। এই মন্ত্রণালয়ের অধিনে বিশটি স্থলবন্দর আছে। এরই অংশ হিসেবে আমি এই স্থলবন্দর পরিদর্শনে এসেছি। স্থলবন্দর নিয়ে আমরা পরিকল্পনা করছি, আগামী সরকার এসে তাদের মতো করে কাজ করবে। পরে তিনি পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে হ্যা ভোটের প্রচারণায় সভায় যোগ দেন।

এ সময় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশসহ স্থলবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...