Logo Logo

মাগুণসরায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতামূলক কার্যক্রমে পার্বত্য উপদেষ্টা


Splash Image

আসন্ন গণভোট ২০২৬-এ জনগণের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা। এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, যেখানে জনগণের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। কোনো ধরনের অবহেলা বা গাফিলতির সুযোগ নেই উল্লেখ করে তিনি প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, “গণভোটে আমরা সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো এবং জনগণকে ‘হ্যাঁ’ ভোট প্রদানে উদ্বুদ্ধ করবো। এটাই আমাদের দায়িত্ব ও অঙ্গীকার।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, গণভোট সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা, জনগণের সম্পৃক্ততা এবং ভোটারদের মাঝে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করা হবে।

এর আগে সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থী ও গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় তিনি বলেন, গ্রাম পুলিশের সদস্যদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের গণভোটের গুরুত্ব বোঝাতে হবে, যাতে কেউ বিভ্রান্ত বা অজ্ঞাত না থাকে।

জেলা প্রশাসন জানায়, “গণভোট ২০২৬—সঠিক সিদ্ধান্ত আপনার হাতে” এই স্লোগানকে সামনে রেখে জেলার সব উপজেলায় ধারাবাহিকভাবে সভা, মতবিনিময় ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরও বিস্তৃত ও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...