Logo Logo

ঝালকাঠিতে পিআইবির দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ প্রশিক্ষণ শুরু


Splash Image

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে ঝালকাঠিতে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০টায় ঝালকাঠি সার্কিট হাউজের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।


বিজ্ঞাপন


প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ও ঝালকাঠি প্রেসক্লাবের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোটকে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন নিশ্চিত করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণের প্রথম দিনে দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং নির্বাচনকালীন সাংবাদিকতার ভূমিকা নিয়ে সেশন পরিচালনা করেন। তিনি ‘নির্বাচনের অংশীজন’ হিসেবে রাজনৈতিক দল, সুশীল সমাজ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি ‘গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: সরকার, প্রশাসন ও সাংবাদিকতা’ বিষয়ে আলোকপাত করেন।

এছাড়াও প্রশিক্ষণে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ ও এর সাম্প্রতিক সংস্কার, নির্বাচনী আইন লঙ্ঘন, অনিয়ম ও অপরাধ প্রতিরোধের উপায় এবং ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদারের সঞ্চালনায় পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি নির্বাচনকালীন রিপোর্টিংয়ে সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার গুরুত্বের ওপর জোর দেন। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল, আচরণবিধি, সাংবাদিকদের দায়িত্ব-কর্তব্য এবং শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...