বিজ্ঞাপন
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে মোট ১০ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন—বিএনপির রফিকুল ইসলাম জামাল (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. ফয়জুল হক (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ইব্রাহিম আল হাদি (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মো. সাব্বির আহমেদ (মোরগ), স্বতন্ত্র এম. মঈন আলম ফিরোজী (হাঁস), গণ অধিকার পরিষদের মো. শাহাদাত হোসেন (ট্রাক), জাতীয় পার্টি (জেপি)-এর মো. রুবেল হাওলাদার (বাইসাইকেল), জাতীয় পার্টির মো. কামরুজ্জামান খান (লাঙ্গল), জেএসডির মো. সোহরাব হোসেন (তারা), এবং জনতার দলের মো. জসিম উদ্দিন তালুকদার (কলম)।
অপরদিকে ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে ৮ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন— বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের সিরাজুল ইসলাম সিরাজী (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির ফোরকান হোসেন (আম), জেএসডির মাসুদ পারভেজ (তারা), গণ অধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী মো. নুরউদ্দিন সরদার (কলস) এবং স্বতন্ত্র সৈয়দ রাজ্জাক আলী (মোটরসাইকেল)। সব মিলিয়ে দুটি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১৮ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা গণমাধ্যমকে জানান, নির্বাচনী মাঠে নেমে তারা ভোটারদের কাছে তাদের কর্মসূচি তুলে ধরবেন। একই সঙ্গে তারা বিজয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন। প্রতীক ঘোষণার মধ্য দিয়ে ঝালকাঠির দুই আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...