Logo Logo

সরাইলে সন্ত্রাসীদের হামলায় নিহত বীমা কর্মকর্তার পরিবারের হাতে মরণোত্তর চেক হস্তান্তর


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাসীদের হামলায় নিহত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মাঠ কর্মকর্তা মো. মোস্তফা কামালের পরিবারের হাতে বীমার মরণোত্তর দাবির চেক হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের গণ গ্রামীণ বীমা কালিকচ্ছ শাখা অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক প্রদান করা হয়।

কালিকচ্ছ শাখার ব্যবস্থাপক সৈয়দ কামরুজ্জামান ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছায়েদ হোসেন। তিনি নিহত মোস্তফা কামালের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের হাতে চেকটি তুলে দেন। গত বছর মাদকাসক্ত সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় মাঠ কর্মকর্তা মোস্তফা কামাল নিহত হয়েছিলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, বিশিষ্ট কবি ও সাহিত্যিক আবুল কাশেম তালুকদার এবং সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবুল কাশেম।

বক্তারা নিহত মোস্তফা কামালের কর্মজীবনের স্মৃতি চারণ করেন এবং তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একইসঙ্গে এই বীমা দাবির টাকা নিহতের পরিবারের আর্থিক সংকট লাঘবে কিছুটা হলেও সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সামছুল আলম এবং গণ বীমা মাঠ উন্নয়ন কর্মকর্তা নারায়ণ দেবসহ নিহতের পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...