Logo Logo

গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আয়োজনে শহরের গেটপাড়া কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিষদের আহ্বায়ক মোঃ জুবায়ের হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আরিফুল হক, পৌর কমিটির সভাপতি শেখ মতিউর রহমান পিয়াস, সাধারণ সম্পাদক সোহান মোরশেদ, সহ-সভাপতি ইমতিয়াজ মাহমুদ আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ কাজী এবং সাংগঠনিক সম্পাদক ইমন কাজী।

এছাড়া সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক দুলাল, যুবদল নেতা এহসানুল হক মিল্কি, যুবদল নেতা টুটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও পরকালীন শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

প্রতিবেদক- মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...