Logo Logo

বীরগঞ্জে বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


Splash Image

দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশন’-এর বার্ষিক পুরস্কার বিতরণী ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় বীরগঞ্জস্থ ফাউন্ডেশন কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ রাশেদুর নবী বাবু।

বীরগঞ্জ পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী এই জননেতা তাঁর বক্তব্যে বলেন, “কুরআন শিক্ষা জাতি গঠনের অন্যতম ভিত্তি। বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষাদান একটি সময়োপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম শিশু-কিশোরদের নৈতিকতা, শালীনতা ও মানবিক মূল্যবোধ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে।” তিনি কুরআনের আলোয় আদর্শ সমাজ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌর শাখার আমির মুহা. মোসাদ্দেক হোসাইন। বক্তারা সমাজে দ্বীনি শিক্ষার বিস্তারে এই ফাউন্ডেশনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের জেলা পরিচালক মোঃ জহুরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের মূল লক্ষ্য আধুনিক ও সহজবোধ্য পদ্ধতিতে সব বয়সী মানুষের কাছে কুরআনের শিক্ষা পৌঁছে দেওয়া। আমরা ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছি।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফাউন্ডেশনের পরিচালক মোঃ জহুরুল ইসলাম ও সহকারী পরিচালক মাওলানা মোঃ নুরুল ইসলাম উপস্থিত অভিজ্ঞ ও গুণী শিক্ষক-শিক্ষিকাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। পারস্পরিক কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ শিক্ষক-শিক্ষিকা মহোদয়গণও ফাউন্ডেশনের পরিচালকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মাহমুদুল কোবির বাবুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন পর্যায়ের গুণীজন, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সবশেষে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...