Logo Logo

লালমোহনে যাত্রীবাহী বাসের চাপায় শ্যালক-দুলাভাই নিহত


Splash Image

ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার সংলগ্ন ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন গজারিয়া বাজারের মাতাব্বর বাড়ির বাসিন্দা ও স্থানীয় স্কুল শিক্ষক আবু তাহের মাতাব্বর (৪৫) এবং তার ভগ্নিপতি ওলি ডুবাই (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আবু তাহের মাতাব্বর ও তার ভগ্নিপতি ওলি ডুবাই একটি মোটরসাইকেলে করে গজারিয়া বাজার থেকে কর্তারহাট এলাকায় একটি মাহফিল শুনতে যাচ্ছিলেন। পথিমধ্যে ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভোলাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন নেভানোর পর বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...