বিজ্ঞাপন
শুক্রবার কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের পাল বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, “প্রতি পাঁচ বছর পরপর আপনাদের ভোট দেওয়ার একটি সুযোগ আসে। আশা করছি আপনারা সেই সুযোগ গ্রহণ করবেন। ভোট দিয়ে আপনাদের একজন প্রতিনিধি নির্বাচন করবেন, যে সংসদে গিয়ে আপনাদের কথা বলবে, এলাকার উন্নয়নের কথা বলবে এবং ছেলে-মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়গুলো তুলে ধরবে। এজন্য সংসদে একজন সৎ ও যোগ্য মানুষ পাঠাতে হবে।”
তিনি আরও বলেন, ভোটাররা যদি কেন্দ্রে গিয়ে ভোট না দেন, তবে একটি চক্র ভোট কেটে সিল মেরে দিতে পারে। এতে জনগণের কাছে সেই এমপির কোনো জবাবদিহিতা থাকবে না। “আমি আপনাদের কাছে একবারের জন্য সুযোগ চাই। নির্বাচিত হলে সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব,”—বলেন তিনি।
এ সময় কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...