বিজ্ঞাপন
গত ২১ জানুয়ারি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসমাবেশের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন। সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন মোল্লা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া জনসভায় বক্তব্যে টেলিফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের প্রয়াত ও জীবিত সকল কৃতি সন্তান এবং গুণীজনদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “আপনাদের দোয়া ও সমর্থন পেয়েই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা পাশে থাকলে আমি গুলিকেও ভয় পাই না। আমি আপনাদেরই সন্তান।”
তিনি আরও বলেন, “আমি সুখে-দুঃখে সব সময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। অন্যায়ভাবে জেল খেটেছি, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি হিংসার রাজনীতি পছন্দ করি না। সকলকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জকে একটি আধুনিক ও মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি। বেকারদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা ভয় পাবেন না। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে। আপনারা সবাই ভোটকেন্দ্রে গিয়ে টেলিফোন মার্কায় ভোট দেবেন।” একই সঙ্গে তিনি দলীয় কর্মী-সমর্থকসহ সকলের প্রতি নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানান।
সমাবেশের শুরুতেই সাধারণ জনগণ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। জনসভায় নওশের মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা, জাকির হোসেন ভূঁইয়া, ইউপি সদস্য হান্নান শেখ, শেখ সাহাবুদ্দিন ভূঁইয়া, এফ এম রাজু কামাল, মো. নজরুল মোল্লা, মো. কাউছার ভূঁইয়া, আকু মোল্লাসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ছয় হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...