Logo Logo

কলাপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিলীপ রায় (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাতটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দিলীপ রায় নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের দেবেশ রায়ের ছেলে। তিনি এলাকায় একজন পরিশ্রমী মৎস্য ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন এবং সংসারের প্রয়োজনে পিকআপও চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় মৎস্য ব্যবসায়ী ও পিকআপ চালক দিলীপ রায় সকালে নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকার মাছ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ছলিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ‘সেভেন ডিলাক্স’ নামের একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দিলীপ রায়ের মৃত্যু হয়। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...