বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ শহরের গেটপাড়ায় অবস্থিত ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ’-এর জেলা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং তাঁর পরিবারের সদস্যদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রাফিকুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরাফাত রহমান কোকোর জীবন ও ক্রীড়া ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “আরাফাত রহমান কোকো ছিলেন একজন দক্ষ ক্রীড়া সংগঠক। তাঁর আদর্শ অনুসরণ করে তরুণ সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।” তিনি দেশ ও সমাজের কল্যাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোকো ক্রীড়া পরিষদের জেলা সদস্য সচিব চৌধুরী মঞ্জরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আরিফুল হক এবং সাবেক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম হামিদুল হক দুলাল।
এছাড়াও কোকো ক্রীড়া পরিষদের পৌর কমিটির সাধারণ সম্পাদক সোহান মোরশেদ, সহ-সভাপতি ইমতিয়াজ মাহামুদ আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ কাজী, সাংগঠনিক সম্পাদক ইমন কাজীসহ জেলা, উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এই স্মরণ সভায় অংশগ্রহণ করেন।
প্রতিবেদক- মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...