বিজ্ঞাপন
সোমবার (৯ জুন) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। এতে আরিফ আকন ও সেন্টু মৃধা নামে দুইজন আহত হন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ আকনের সঙ্গে একই বাড়ির মো. জাফর আকনের দীর্ঘদিন ধরে জমি ভাগ-বণ্টন নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় গণ্যমান্যদের মধ্যস্থতায় বিষয়টি নিয়ে সালিশ হয় এবং মীমাংসা হয়।
সালিশ অনুযায়ী, সোমবার সকাল ১০টায় আরিফ আকন সেন্টু মৃধা ও রাসেল মৃধাকে সঙ্গে নিয়ে তার জমিতে সীমানা নির্ধারণ করতে গেলে প্রতিপক্ষ জাফর আকন তার লোকজন নিয়ে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় আরিফ ও সেন্টুকে।
বাকেরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুরঞ্জিত বড়ুয়া বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
-জাহিদুল ইসলাম,বরিশাল প্রতিনিধি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...