Logo Logo

জমি বিরোধকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে আহত


Splash Image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


সোমবার (৯ জুন) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। এতে আরিফ আকন ও সেন্টু মৃধা নামে দুইজন আহত হন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ আকনের সঙ্গে একই বাড়ির মো. জাফর আকনের দীর্ঘদিন ধরে জমি ভাগ-বণ্টন নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় গণ্যমান্যদের মধ্যস্থতায় বিষয়টি নিয়ে সালিশ হয় এবং মীমাংসা হয়।

সালিশ অনুযায়ী, সোমবার সকাল ১০টায় আরিফ আকন সেন্টু মৃধা ও রাসেল মৃধাকে সঙ্গে নিয়ে তার জমিতে সীমানা নির্ধারণ করতে গেলে প্রতিপক্ষ জাফর আকন তার লোকজন নিয়ে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় আরিফ ও সেন্টুকে।

বাকেরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুরঞ্জিত বড়ুয়া বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-জাহিদুল ইসলাম,বরিশাল প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...