Logo Logo

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ


Splash Image

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে কমনওয়েলথ। গতকাল লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান সংস্থাটির মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ে।


বিজ্ঞাপন


তিনি বলেন, “বাংলাদেশ যদি চায়, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের জন্য, তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।” গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করা আগামী পাঁচ বছরের জন্য কমনওয়েলথের অন্যতম অগ্রাধিকার বলেও জানান তিনি।

কমনওয়েলথ মহাসচিবের এই বার্তা এমন সময়ে এলো যখন বাংলাদেশে নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আন্তর্জাতিক পর্যায়ে নজরদারি এবং সম্ভাব্য সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শার্লি বোচওয়ে জানান, কমনওয়েলথ বর্তমানে প্রায় ২.৭ বিলিয়ন জনগণের প্ল্যাটফর্ম। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বার্ষিক বাণিজ্য বর্তমানে প্রায় ৮৫০ বিলিয়ন মার্কিন ডলার, যা আগামী কয়েক বছরে ১ ট্রিলিয়নে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করতেও তারা কাজ করছে।

“আমরা ছোট আকারের এবং পরিবেশগতভাবে ঝুঁকিতে থাকা সদস্য রাষ্ট্রগুলোকে জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার নিশ্চিত করতে সহায়তা করব,” বলেন তিনি।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস কমনওয়েলথ মহাসচিবকে ক্রীড়া খাতে সম্ভাবনা অনুসন্ধানের আহ্বান জানান। তার মতে, “ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি একটি সামাজিক দৃষ্টিভঙ্গিও। আমরা ক্রীড়াবিদদের উদ্যোক্তা হতে উৎসাহ দিচ্ছি।”

মহাসচিব জানান, চলতি মাসেই ঢাকায় একটি যুব প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। কমনওয়েলথের ১.৫ বিলিয়ন তরুণ জনগোষ্ঠীকে কার্যকরভাবে সম্পৃক্ত করতে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে।

কমনওয়েলথ বৃত্তিগুলোর কাঠামো পুনর্গঠন এবং তা আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার পরিকল্পনাও উঠে আসে আলোচনায়। অধ্যাপক ইউনূস এ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...