Logo Logo

নড়াইলে ট্রলি-ইজিবাইক সংঘর্ষে দম্পতির মর্মান্তিক মৃত্যু


Splash Image

নড়াইলের কালিয়া উপজেলায় বালুবোঝাই ট্রলি ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন—কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামের বাসিন্দা জাফর মুন্সি (৭০) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একটি ট্রলি বালু বহন করে কালিয়া অভিমুখে যাচ্ছিল। তালবাড়িয়া মৌলভী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বড়দিয়া গামী একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা জাফর মুন্সি ও মর্জিনা বেগম গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতদের প্রতিবেশীরা জানান, জাফর মুন্সি ও মর্জিনা বেগম সকালে পারিবারিক কাজে বাইরে বেরিয়েছিলেন। দিন শেষে এভাবে তাদের মৃত্যু পরিবার ও এলাকাবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান bhorerbani.com.bd-কে জানান, “ট্রলি ও ইজিবাইকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে, নড়াইলের বিভিন্ন সড়কে দিন দিন ট্রলি ও ইজিবাইকের অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়রা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে প্রাণঘাতী দুর্ঘটনা বারবার ঘটেই চলেছে।

এই দুর্ঘটনা আবারও প্রমাণ করল, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এখনই জরুরি উদ্যোগ প্রয়োজন।

প্রতিবেদক - মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...