Logo Logo

বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল


Splash Image

নেপাল প্রথমবারের মতো বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে। গতকাল শনিবার (১৪ জুন) রাত থেকে দেশটি বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। বিষয়টি নিশ্চিত করেছে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র।


বিজ্ঞাপন


জানা গেছে, নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত একটি ত্রিপক্ষীয় চুক্তির আওতায় এ বিদ্যুৎ রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে এই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ভারতের মুজাফফরপুর-বাহারামপুর সঞ্চালন লাইন হয়ে বাংলাদেশের ভেড়ামারা গ্রিডে বিদ্যুৎ প্রবেশ করছে।

উল্লেখযোগ্য যে, ২০২৩ সালের ৩ অক্টোবর তিন দেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আলোকে ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পাঁচ মাস ধরে ভারতীয় ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন ব্যবহার করে প্রতিদিন ৪০ মেগাওয়াট করে বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল।

এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এতে করে নেপালের জলবিদ্যুৎ খাত যেমন নতুন বাজার পাচ্ছে, তেমনি বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা পূরণেও সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...