Logo Logo

বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধে আইনি পরিবর্তন করায় উদ্বেগে জাতিসংঘ


Splash Image

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। ফাইল ছবি

বাংলাদেশে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ রেখে আইনে সাম্প্রতিক পরিবর্তনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।


বিজ্ঞাপন


তিনি বলেছেন, এ ধরনের পরিবর্তন সংগঠন করার স্বাধীনতা, মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে অন্যায্যভাবে সীমিত করে।

সোমবার (১৬ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই উদ্বেগের কথা জানান।

ফলকার টুর্ক বলেন, “বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে অগ্রগতি হচ্ছে, এটি দেখে আমি অনুপ্রাণিত। অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির জন্য আমি তাদের অর্থবহ সংস্কারের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই।”

তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “রাজনৈতিক দল ও সংগঠন এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আইনের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে আমি উদ্বিগ্ন। এসব পরিবর্তন সংগঠন করার স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে অন্যায্যভাবে খর্ব করতে পারে।”

জাতিসংঘের এই পর্যবেক্ষণ বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, মানবাধিকার এবং রাজনৈতিক অন্তর্ভুক্তিমূলকতা রক্ষায় নতুন করে ভাবনার সুযোগ সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...