Logo Logo

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৫৮ বাংলাদেশি


Splash Image

ছবি : সংগৃহীত।

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫৮ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসী। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ জুন) সকালে লিবিয়ার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

অবতরণের পর বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা। প্রবাস থেকে ফেরা এসব নাগরিকদের প্রাথমিক সহায়তা ও পরবর্তী পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, অনিয়মিত পন্থায় লিবিয়ায় যাওয়া এসব বাংলাদেশি অভিবাসী দীর্ঘদিন ধরে মানবপাচার ও নিপীড়নের শিকার হয়ে দেশটির বিভিন্ন বন্দিশালায় আটক ছিলেন। এদের মধ্যে অধিকাংশই কাজের আশায় দেশ ছেড়ে গিয়েছিলেন, কিন্তু বৈধ কাগজপত্রের অভাবে আটকে পড়েন।

সরকার ও আইওএম-এর সমন্বিত উদ্যোগে তাদেরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...