কথা বলছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।
বিজ্ঞাপন
ইতোমধ্যে প্রায় ১০০ বাংলাদেশি নাগরিক দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।
মঙ্গলবার (১৭ জুন) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
রুহুল আলম সিদ্দিকী বলেন, “তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে ১০০ জন ইতোমধ্যে আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা সবাই নিরাপদ স্থানে সরে যেতে চান। দূতাবাস কর্তৃপক্ষ তাদের উদ্ধারে কাজ করছে।”
তিনি আরও জানান, “বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাসহ ৪০ জন কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারীকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তেহরান দূতাবাসের রাষ্ট্রদূতের সরকারি বাসভবনও সরিয়ে নেওয়া হয়েছে।”
বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা তেহরানে অবস্থানরত ৪০০ নাগরিককে পর্যায়ক্রমে নিরাপদ স্থানে সরিয়ে এনে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করব।”
উল্লেখ্য, গত শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এ ঘটনায় প্রতিদিনই ইরানে হতাহতের সংখ্যা বাড়ছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে, যাতে ইসরায়েলেও প্রাণহানির ঘটনা ঘটেছে।
এই উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের নিয়ে উদ্বেগ বেড়েছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...