বিজ্ঞাপন
জানা যায়, দীর্ঘ ২৫ বছর ধরে বাড়ির জায়গা ও ফসলি জমি নিয়ে জগদীশ বিশ্বাসের পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছে প্রতিবেশী অসিত বালার পরিবারের। এই জমিজমা সংক্রান্ত বিরোধ আদালত পর্যন্ত গড়ায়, বিচারে আদালত রায় দেয় জগদীশ বিশ্বাসের পক্ষে। মামলায় হেরে যাওয়ার পর থেকে অসিত বালা ও তার পরিবার আরো বেশি ক্ষিপ্ত হয়। প্রতিনিয়ত দা হাতে নিয়ে জগদীশ বিশ্বাস ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে অসিত বালা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ জুন) সকালে জগদীশ বিশ্বাসের মেজ ভাই প্রদীপ বিশ্বাস তাদের পৈত্রিক জমিতে কাজ করতে গেলে বাঁধা দেয় অসিত বালা ও তার পরিবার। শুরু হয় কথা কাটাকাটি। এই দেখে এগিয়ে আসেন জগদীশ বিশ্বাস। ঘটনাস্থলে আসার সাথে সাথেই জগদীশ বিশ্বাসের মুখে ঘুষি মারে অসিত বালা। জগদীশ বিশ্বাস কিছু বুঝে ওঠার আগেই লাঠি দিয়ে তার হাত, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে মারতে থাকে অসিত বিশ্বাস ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। জগদীশ বিশ্বাসের আর্তচিৎকারে এগিয়ে আসেন তার স্ত্রী শিলা বিশ্বাস। এসময় শিলা বিশ্বাসকেও মারধর করে অসিত বালা গংরা।
এ বিষয়ে ভুক্তভোগী জগদীশ বিশ্বাস বলেন, মঙ্গলবার আনুমানিক সকাল ৮টার দিকে আমার মেজ ভাই প্রদীপ বিশ্বাস আমাদের পৈত্রিক জমিতে কাজ করছিলেন। এসময় প্রতিবেশী অসিত বালা ও তার পরিবার এসে কাজ করতে বাধা দেয়। তর্ক-বিতর্ক শুরু হলে আমি ঘটনাস্থলে যাই। যাওয়ার সাথে সাথেই অসিত বালা আমার মুখে ঘুষি মারেন। কিছু বুঝে ওঠার আগেই অসিত বালা এবং তার সহযোগীরা আমাকে লাঠি দিয়ে মারধর করতে থাকেন। আমার চিৎকারে স্ত্রী শিলা বিশ্বাস এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করা হয়।”
হামলাকারীদের মধ্যে ছিলেন— অসিত বালা, খোকন বালা, রতন বালা ও সুজিৎ বালা। হামলাকারীরা সকলে একই পরিবারের সদস্য।
এ বিষয়ে জগদীশ বিশ্বাস গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা যায়।
জগদীশ বিশ্বাস আরও অভিযোগ করেন– “অসিত বালা একাধিকবার তাদের সীমানায় লাগানো মেহগনি গাছ, বাঁশঝাড়, ফলন্ত পেঁপে গাছ, কলা গাছ সহ একাধিক গাছ-গাছালি কেটে দিয়েছে। বাঁধা দিতে গেলে অসিত বালা হাতে দা নিয়ে কোপাতে আসে। প্রতিনিয়ত সে জগদীশ বালার স্ত্রী, দুই ছেলে ও ছোট ভাইদেরকে হত্যার হুমকি দিয়ে আসছে। অসিত বালা একজন মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ী। সে পুরো এলাকাজুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার কারনে বর্তমানে পরিবার নিয়ে মারাত্মক নিরপত্তা হীনতার মধ্য দিয়ে দিনযাপন করছেন জগদীশ বিশ্বাস।”
জানা গেছে, বোড়াশি উত্তরপাড়ায় রয়েছে একটি সক্রিয় মাদক স্পট, যার নেতৃত্বে রয়েছেন এই অসিত বালা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি প্রতিবেশীদের ওপর বিভিন্ন ধরনের অত্যাচার চালিয়ে আসছেন।
একাধিক প্রতিবেশী অভিযোগ করেন, “মাদকের টাকা জোগাড় করতে অসিত বালা অন্যের জায়গা দখল করে, নারীদের গায়ে হাত তোলে, চাঁদাবাজি করে, গাছ কেটে ফেলে, ফসল নষ্ট করে এবং প্রাণনাশের হুমকি দেয়।”
অভিযোগ রয়েছে, অসিত বালার বাবা-মাও তার বিরুদ্ধে কিছুই করতে পারেন না। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে একাধিকবার বিচার চাইলে তারা জানান, “অসিত আমাদের কোনো কথা শোনে না। ও আমাদের নিয়ন্ত্রণের বাইরে।”
ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এলাকাবাসীর মতে, যদি অসিত বালার বিরুদ্ধে এখনই যথাযথ পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের অঘটন।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...