Logo Logo
অপরাধ

বাকেরগঞ্জের কলসকাঠিতে ৫০ ঊর্ধ্ব নারীকে কুপিয়ে হত্যা


Splash Image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি বন্দরে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর নাম আসমা বেগম (৫০)। তিনি কলসকাঠি এলাকার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী আবুল হোসেনের স্ত্রী।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ জুন ২০২৫) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার সময় আসমা বেগম নিজ বসত ঘরে একা ছিলেন।

নিহতের স্বামী আবুল হোসেন জানান, তিনি কলসকাঠি বাজারে মাছের ব্যবসা করেন। মোবাইল ফোনে স্ত্রীর ওপর হামলার খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে আসেন এবং প্রতিবেশীদের সহায়তায় আসমাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদ হাসান বলেন, “নিহতের গলায় ধারালো অস্ত্রের দুটি গভীর আঘাত রয়েছে, যা তাৎক্ষণিক মৃত্যুর কারণ হতে পারে।”

নিহতের মেয়ে মৌসুমী জানান, “আমার বাবা ওখানে জমি কিনে বাড়ি করেছেন। আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই।”

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

-মোঃ জাহিদুল ইসলাম, বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ