Logo Logo

নলছিটিতে রোগী দেখেন ওষুধ কোম্পানির প্রতিনিধি, নিষেধ করায় হুমকি


Splash Image

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ওষুধ কোম্পানির প্রতিনিধি নিয়মিতভাবে রোগী দেখছেন বলে অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


বিষয়টি নিয়ে নিষেধাজ্ঞা জারি করলে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ (ইউএইচএফপিও) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন তিনি।

জানা গেছে, শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধি এবং কথিত সাংবাদিক মোহাম্মদ মহসিন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত যাতায়াত করছেন এবং চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরক্ত করছেন। তিনি জরুরি বিভাগ ও স্যাকমোদের কক্ষে গিয়ে নিজে থেকেই রোগী দেখেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে ইউএইচএফপিও ডা. শিউলী পারভীন সরাসরি নিষেধ করলেও তিনি তা উপেক্ষা করে নিয়মিত রোগী দেখা চালিয়ে যাচ্ছেন।

গত ১৭ জুন, মোহাম্মদ মহসিন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান নির্বাহী মো. মিজানুর রহমানের কক্ষে প্রবেশ করেন এবং আউটসোর্সিংয়ে নিয়োগ সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। এ সময় তাকে জানানো হয়, সংশ্লিষ্ট কাগজপত্র সিভিল সার্জন কার্যালয়ে রয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি মিজানুর রহমানকে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেন এবং বলেন, “এখানে চাকরি করতে হলে আমাকে সবকিছু জানাতে হবে।” ঘটনার পর প্রধান নির্বাহী মিজানুর রহমান নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, মহসিন নিয়মিত ফেসবুকে স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছেন। এর মাধ্যমে তিনি চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মানসিক চাপে রাখার চেষ্টা করছেন। এ বিষয়ে অফিসের পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিউলী পারভীন বলেন, “মোহাম্মদ মহসিন অবৈধভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে রোগী দেখেন, কাগজপত্র তছনছ করেন এবং কর্মীদের হুমকি দেন। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং আশা করি, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ মহসিন বলেন, “আমি শুধু নিয়োগ সংক্রান্ত কাগজ দেখতে চেয়েছিলাম। কেউকে হুমকি দিইনি। আমি হাসপাতালে রোগীও দেখি না। এসব মিথ্যা অভিযোগ।”

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের বক্তব্য নিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...