বিজ্ঞাপন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মানিকগঞ্জ-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মো. সালাহ উদ্দিন। ইতোমধ্যে দক্ষিণ মানিকগঞ্জের প্রতিটি জনপদে তিনি ব্যাপকভাবে ছুটে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি একটি মোটরসাইকেল শোডাউন করেন। এ সময় তিনি সিংগাইর পৌর শহর ছাড়াও উপজেলার জয়মন্টপ, জামির্তা, চান্দহর, সায়েস্তা ও ধল্লা ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন চান।
গণসংযোগকালে মুহাদ্দিস সালাহ উদ্দিন নিজেকে আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে বলেন, "ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি সব সময়ই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। যদি নির্বাচিত হই, তবে গ্যাস সংযোগ, সড়ক সংস্কার, বন্যা প্রতিরোধ, কৃষি উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারসহ ঘুষ-দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলব। অবহেলিত দক্ষিণ মানিকগঞ্জকে একটি বাসযোগ্য আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলাই আমার অঙ্গীকার।” তিনি দলমতের ঊর্ধ্বে উঠে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ ও শোডাউন কর্মসূচিতে খেলাফত মজলিশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুহাদ্দিস শেখ মো. সালাহ উদ্দিন মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। তার বাড়ি সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে। তিনি একজন আদর্শ শিক্ষক, প্রাঞ্জল বক্তা, নিবেদিত সমাজসেবক এবং ইসলামী রাজনীতিবিদ হিসেবে মানিকগঞ্জের সর্বমহলে পরিচিত।