Logo Logo

খেলার মাঠ দখলের প্রতিবাদে শিবচরে মানববন্ধন


Splash Image

মাদারীপুরের শিবচরে ঐতিহ্যবাহী খেলার মাঠ দখলের চেষ্টা রুখতে মানববন্ধনে নেমেছেন ডা. আবদুল লতিফ খান ক্রীড়াচক্রের খেলোয়াড় ও স্থানীয়রা। শুক্রবার (২০ জুন) বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত সাবেক ইকবাল ক্লাব মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


১৯৫৪ সালে প্রতিষ্ঠিত ৬১ শতাংশ জমির এই মাঠটি এক সময় ‘ইকবাল ক্লাব’ নামে পরিচিত ছিল। ২০১৭ সালে ক্লাবটির নাম পরিবর্তন করে ‘ডা. আবদুল লতিফ খান ক্রীড়াচক্র’ রাখা হয় এবং মাঠের উন্নয়ন ও সম্প্রসারণের কাজ করা হয়। ক্লাবটি সরকারিভাবে নিবন্ধিত (রেজি নং: মাদা-৪১৪/১৭) একটি সামাজিক ক্রীড়া প্রতিষ্ঠান।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয়রা খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে এই মাঠটি ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি একটি কুচক্রী মহল মাঠের বিভিন্ন কোণ ঘিরে দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। মাঠে খুঁটি পুঁতে জায়গা চিহ্নিত করার মতো কার্যকলাপে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় ক্রীড়াবিদ ও বাসিন্দারা।

ক্লাবের দপ্তর সম্পাদক মো. আবুল খায়ের বলেন, “মাঠটি একসময় নিচু ও জলাবদ্ধ ছিল। বিভিন্ন সরকারি অনুদান ও ব্যক্তিগত তহবিল মিলিয়ে প্রায় ৫৯ লাখ টাকা ব্যয়ে বালু ও মাটি ভরাট করে বর্তমানে এটি ব্যবহারযোগ্য হয়েছে। অথচ এখন এই উন্নত মাঠ দখলের পাঁয়তারা চলছে। বিষয়টি দুঃখজনক ও অগ্রহণযোগ্য।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাঠ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

-মাদারীপুর প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...